Wellcome to National Portal

টাঙ্গাইল জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে টাঙ্গাইল জেলা কারাগার

 

এক নজরে টাঙ্গাইল জেলা কারাগার


টাঙ্গাইল জেলা কারাগার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: কারাগার রাষ্ট্রের একটি অতি প্রাচীন ও স্পর্শকাতর প্রতিষ্ঠান। রাষ্ট্র, সমাজ তথা ব্যক্তিমানুষ সংস্কার ও সংশোধন এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। ছিঁচকে চোর থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গী, এমনকি রাজবন্দিদের নিরাপদ আটক এবং তাদের সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে পুনর্বাসন করাই এ প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। সমাজের ঘুনে ধরা মানুষগুলোর বিনির্মাণে যারা গুরুদায়িত্ব পালন করেন তাদের সৎ, সাহসী, ন্যায়পরায়ন, উদ্ভাবনশীল ও পরিচ্ছন্ন মানুষ হওয়া অতিব জরুরি। রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এই  ব্রতকে সামনে রেখে টাঙ্গাইল জেলা কারাগারের প্রশাসন দায়িত্ব পালন করে চলেছে।


প্রাতিষ্ঠানিক নাম:  টাঙ্গাইল জেলা কারাগার।


প্রতিষ্ঠাকাল: ১৯৬৯ খ্রিষ্টাব্দ


ইতিহাস: পাক-ভারত বিভাজন হওয়ার পর হতে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে টাঙ্গাইল উপ-কারাগারের কার্যক্রম চালু ছিল। পরবর্তীতে ১৯৬৯ খ্রিস্টাব্দে উপ কারাগারটি জেলা কারাগারে উন্নীত করা হয়। পূর্বের স্থান (শহর এলাকা) হতে প্রায় ২ কি.মি. উত্তর পূর্বে ১৯৭৬ খ্রিষ্টাব্দে বর্তমান টাঙ্গাইল জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়।


জমির পরিমাণ: টাঙ্গাইল জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৩১.৩০ একর। কারাগারের পেরিমিটার ওয়ালের ভিতরে  ৮.৩৩ একর ও বাহিরে ২২.৯৭ একর জমি রয়েছে। ভিতরের ৮.৩৩ একর জমির মধ্যে ১৩০ শতাংশ জমিতে বিভিন্ন প্রকার সবজি ও ফুল উৎপাদন করা হয়। যেমন : মূলা, ফুলকপি, বাধাকপি, ব্রকলি, শালগম, পালংশাক, কলমিশাক, বেগুন, পুঁইশাক, গাজর ইত্যাদি। পেরিমিটার ওয়ালের বাইরে ২ একর (প্রায়) জায়গা জুড়ে একটি পুকুর রয়েছে। চলতি বছরে পুকুরে রুই, কাতলা, মৃগেল, বিগহেড, সিলভারকার্প, গ্রাসকার্প, মিরেরকার্প, সরপুটি, তেলাপিয়া ও অন্যান্য ছোট প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। তাছাড়া কারা কর্মকর্তা/কর্মচারী ও তাদের পোষ্যদের খেলাধুলার জন্য একটি বড় খেলার মাঠ ও প্রশাসনিক ভবনের সম্মুখে ছোট একটি পার্ক রয়েছে।


টাঙ্গাইল জেলা কারাগারের মোট জনবল: অনুমোদিত পদ =২০২ জন (কর্মকর্তা/কর্মচারীসহ)