Wellcome to National Portal

****টাঙ্গাইল জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। বিঃদ্রঃ- বন্দির বাসায় ফোন দিয়ে বন্দি গুরুতর অসুস্থ বা অন্য কোন কথা বলে প্রতারক চক্র টাকা পাঠাতে বলে থাকে। কোন অবস্থাতেই কাউকে টাকা দিবেন না। কারাগারে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। প্রয়োজনে জেল সুপার (০১৭৬৯-৯৭০১৭০) অথবা জেলার (০১৭৬৯-৯৭০১৭১) নম্বরে ফোন করে অথবা কারাগারে এসে খোঁজখবর নিবেন। ধন্যবাদ**** 

Bangladesh Prison Emergency Service Hotline Number (16191)
Main Comtent Skiped

Achievements

উন্নয়নশীল দেশে উত্তরণের পথে টাঙ্গাইল জেলা কারাগারের অর্জনসমূহ

 

কারাগারে বন্দি ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ৪ তলাবিশিষ্ট ভবন (সংকল্প) নির্মাণ, উদ্বোধনের প্রস্তুতি চলছে;

বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে বন্দিদের তাঁতশিল্প (শাড়ি, লুঙ্গি, গামছা, কয়েদি কাপড়), হস্তশিল্প (ঝাড়ু, নকশিকাঁথা, কারুকাজ) কাঠের আসবাব তৈরির কাজ, টেইলারিং, আয়রন, ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ ও পণ্য উৎপাদন করা হয়। উৎপাদিত পণ্যের বিক্রিত লভ্যাংশের অর্ধেক বন্দিদের দেয়া হয়;

দেশের একমাত্র পাইলট ফোনবুথ প্রকল্প ‘স্বজন (৪টি ফোন) এর সুবিধা টাঙ্গাইল জেলা কারাগারে সর্বপ্রথম চালু হয়;

নিরক্ষর বন্দিদের স্বাক্ষরতা ও নৈতিক শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে চালু রয়েছে;

কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বন্দিদের মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার কোর্স এবং সনদ প্রদান;

বন্দিদের বিনোদনের জন্য সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলার (ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, লুডু) ব্যবস্থ গ্রহণ;

বন্দিদের ধর্মীয় শিক্ষা, ইবাদত ও সালাত আদায়ের জন্য নির্দিষ্ট  স্থান নির্মাণ;

জামিন ও খালাস গমনরত বন্দিদের তালিকা এলইডি টিভিতে আরপি গেটে প্রদর্শন;

বন্দিদের জন্য বালিশ সরবরাহকরণ এবং উৎসবে দরিদ্র বন্দিদের বিনামূল্যে কাপড় প্রদান;

বন্দি স্বাস্থ্যযসেবা উন্নতকরণের লক্ষ্যে কারা হাসপাতালে সংযুক্তিতে দুজন চিকিৎসক পদায়ন ও আধুনিক এ্যাম্বুলেন্স সংযোজন;

কারা নিরাপত্তা আধুনিকায়নের লক্ষ্যে সিসি ক্যামেরা, হ্যান্ডহেড মেটাল ডিটেক্টর ও প্রধান কারা ফটকে আর্চওয়ে মেটাল ডিটেক্টর স্থাপন;

ট্যানয় সিস্টেমে বন্দিদের ডাকা ও বিভিন্ন নির্দেশনা প্রদান;

করোনাকালীন বন্দি স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কারা ফটকে থার্মাল স্ক্যানার, ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার, ক্লোরিন পানি/ স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করণ এবং বিনামূল্যে মাস্ক সরবরাহসহ অন্যান্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ;

করোনাকালীন বন্দিসেবার নতুন সংযোজন হিসেবে নগদ/ বিকাশ সেবার মাধ্যমে বন্দিদের পিসিতে টাকা গ্রহণ;

কারা কর্মচারী ও দর্শনার্থীদের জরুরি স্বাস্থ্যসেবার জন্য ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস রুম চালু করণ;

কারাগারে যে কোন ধরনের সেবাপ্রার্থী জনগণের জন্য সেবা সহজীকরণের লক্ষে ওয়ান স্টপ সার্ভিস চালুকরণ;

শিশু, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী লোকদের জন্য বিশেষ ব্যবস্থায় সাক্ষাত ও কথা বলার সুবিধা প্রদান;

সিটিজেন চার্টার ও সেবাপ্রার্থী জনগণকে প্রদত্ত সেবা ও অভিযোগ প্রদানের সুবিধার্থে নোটিশ বোর্ড ও অভিযোগ বাক্স স্থাপন;

কারা কর্মচারী ও বন্দির সাক্ষাতপ্রার্থী শিশু স্বজনদের বিনোদনের জন্য শিশুপার্ক ও খেলার স্থান নির্মাণ;

দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, মাতৃদুগ্ধ পানের স্থান ও মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করণ;

আরপি গেইট ও কারা ক্যান্টিনে কারাগারের নামফলক স্থাপন ও সুসজ্জিতকরণ;

মসজিদে নতুন টয়লেট ও গোসলখানা নির্মাণ, গাড়ির গ্যারেজ, স্টাফদের গোসলের জন্য হাউস ও শেড নির্মাণ;

কারা কর্মচারীদের আবাসন সমস্যা লাঘবে ৪টি নতুন বাসা নির্মাণ, পুরাতন বাসাগুলোকে মেরামত করণ;

৪ টি পাওয়ারলুম মেশিনে কাপড়, গামছা, লুঙ্গি উৎপাদন; পূর্বের ২টির সাথে আরও একটি নতুন অত্যাধুনিক সেলাই মেশিন সংযোজন;

কারা লাইব্রেরিতে ‘মুজিব কর্নার স্থাপন ও নতুন ৪০০ টি বই সংযোজন;

বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য নিয়মিতভাবে বন্দি ও স্টাফদের মধ্যে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা আয়োজন;

কারা কর্মচারীদের ও পোষ্যদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন;

নিয়মিতভাবে কারা এলাকা পরি”ছন্ন রাখা ও মশা নির্মুলে বিশেষ ব্যবস্থা গ্রহণ;

বন্দিদের বিশুদ্ধ ঠান্ডা পানি পানের জন্য ফিল্টার ওয়াটার ফ্রিজিং মেশিন স্থাপন;

৫০ টি আম গাছের প্রদর্শনী প্লট স্থাপন ও অন্যান্য ফলজ ও বনজ বৃক্ষ রোপন;

কারাভ্যন্তরে সৌন্দর্যবর্ধনের জন্য ফোয়ারা ও পুল নির্মাণ করে সৌখিন মাছের চাষ।


কারাবন্দিদের শিক্ষামূলক প্রশিক্ষণ

ধর্মীয় শিক্ষা: কারাগারে অবরত বন্দিদের যারা ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষা গ্রহণে আগ্রহী তাদের কারা কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া হয়। এছাড়া ১ মাস মেয়াদি কোরআন শিক্ষা প্রশিক্ষণ সমাপনান্তে কারা কর্তৃপক্ষ কর্তৃক তাদের সনদপত্রও প্রদান করা হয়।

গণশিক্ষা: কারাবন্দিদের মধ্যে যাদের অক্ষরজ্ঞান নেই বা যারা শিক্ষার সংস্পর্শেই আসেনি তাদের সাক্ষরতা এবং নৈতিকতা শিক্ষা প্রদান সংক্রান্ত কার্যক্রম নিয়মিতভাবে কারাগারে চালু রয়েছে এবং বন্দিরা উৎসাহসহ এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

দর্জি প্রশিক্ষণ: কারা বন্দিদের মধ্যে যারা দর্জি কাজ শেখার আগ্রহী তাদের নিয়ে দর্জি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ বর্তমানে চলমান রয়েছে।

 

কারা শিল্প ও উৎপাদনমুখী প্রশিক্ষণ

 

পাওয়ারলুম: কারাগারের উৎপাদন বিভাগে বর্তমানে ৪ টি পাওয়ার লুম মেশিনে কয়েদি কাপড়, গামছা, লুঙ্গি উৎপাদন ও বন্দিদের প্রশিক্ষণ চলছে এবং শীঘ্রই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উৎপাদনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উৎপাদিত পণ্যের বিক্রিত লভ্যাংশ থেকে বন্দিদের যথানিয়মে পারিশ্রমিক প্রদান করা হয়।

হস্তশিল্প: পাওয়ারলুমে কাজ করা ছাড়াও ক্ষেত্রভেদে ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ জানা বন্দিদের দ্বারা মনোহরী পণ্য উৎপাদন করা হয়। তাছাড়া মহিলা বন্দিরা কাঁথা ও অন্যান্য মনোহরী পণ্য উৎপাদন করেন।

দর্জিদফা: দর্জিদফায় যেকোন বন্দিদের দর্জি কাজের প্রশিক্ষণ এবং ক্লিনিং ও আয়রণ কাজের প্রশিক্ষণ দেয়া হয়। সাম্প্রতিক করোনা মহামারীতে কারাগারে দর্জিদফায় কর্মরত বন্দিরা দশ সহস্রাধিক মাস্ক উৎপাদন করে এবং কারারক্ষীদের ফ্রি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সুলভমূল্যে সরবরাহ করা হয়েছে।

কাঠের আসবাব শিল্প: মাঝে মধ্যে দক্ষ কারাবন্দি পাওয়া গেলে এ শিল্পে বন্দি প্রশিক্ষণ ও উৎপাদন করা হয়। এখানে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব তৈরি করা হয়।