Wellcome to National Portal

****টাঙ্গাইল জেলা কারাগারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। বিঃদ্রঃ- বন্দির বাসায় ফোন দিয়ে বন্দি গুরুতর অসুস্থ বা অন্য কোন কথা বলে প্রতারক চক্র টাকা পাঠাতে বলে থাকে। কোন অবস্থাতেই কাউকে টাকা দিবেন না। কারাগারে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। প্রয়োজনে জেল সুপার (০১৭৬৯-৯৭০১৭০) অথবা জেলার (০১৭৬৯-৯৭০১৭১) নম্বরে ফোন করে অথবা কারাগারে এসে খোঁজখবর নিবেন। ধন্যবাদ**** 

Bangladesh Prison Emergency Service Hotline Number (16191)
Main Comtent Skiped

Mission and Vision

ভিশন

রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ৷

মিশন   

  • বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা,   

  • কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দিদের মাঝে শৃংখলা বজায় রাখা,
  •    
  • বন্দিদের সাথে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীর সাথে সাক্ষাত নিশ্চিত করা এবং
  • একজন সুনাগরিক হিসাবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে প্রয়োজনীয় মোটিভেশন ও প্রশিক্ষণ প্রদান করা৷